Print

Rupantor Protidin

তিন ফরম্যাটেই অধিনায়ক শান্ত

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৩, ২০২৪ , ১:২০ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ১:২০ অপরাহ্ণ

Sheikh Kiron

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়কত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। সবশেষ বাংলাদেশ ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। তবে এখন আর নেতৃত্বে দেখা যাবে না তাকে। অধিনায়কত্বের দায়িত্ব থেকে সাকিব নিজেই সরে দাঁড়িয়েছেন। এতে টাইগারদের দায়িত্বের জন্য নতুন করে ভবতে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ভারত বিশ্বকাপেই নিজের শেষ নেতৃত্ব দেয়ার ঘোষণা দিয়েছিলেন সাকিব। বিশ্বকাপ পরবর্তী তিনি আর জাতীয় দলের জার্সিতে মাঠে নামেননি। সাকিবের অনুপস্থিতিতে নিউজিল্যান্ড সিরিজে তিন ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অন্তর্র্বতীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও অবশেষে পূর্ণাঙ্গভাবে নেতৃত্ব পেলেন শান্ত।

শান্ত এখন পর্যন্ত সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশকে ১১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। সাদা পোশাকে তার অধিনায়কত্বে মোট দুইটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে এক টেস্টে হারের বিপরীতে একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ।

ওয়ানডেতে শান্তর নেতৃত্বে ৬ ম্যাচ খেলে ৫ ম্যাচেই হেরেছে বাংলাদেশ। বিপরীতে একটি ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। আর টি-টোয়েন্টিতে ৩ ম্যাচে ১ জয় ও ১ হার অধিনায়ক শান্তর। অপর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।