Print

Rupantor Protidin

যবিপ্রবির মসিয়ূর রহমান হলের নতুন প্রভোস্ট ড. তানভীর ইসলাম

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১১, ২০২৪ , ৫:৫৯ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ৫:৫৯ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান (শমর) হলের নতুন প্রভোস্ট নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের নার্সিং এন্ড হেলথ সাইন্স বিভাগের চেয়ারম্যান ও অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তানভীর ইসলাম। তিনি সদ্য সাবেক প্রভোস্ট ড. আশরাফুজ্জামান জাহিদের স্থলাভিষিক্ত হলেন। রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবিব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

অফিস আদেশ বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুজ্জামান জাহিদ এর শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট” হিসেবে দায়িত্বের মেয়াদ অদ্য ১০/০২/২০২৪ খ্রি. তারিখ অপরাহ্ন হতে অবসান করে অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তানভীর ইসলাম-কে ১১/০২/২০২৪ খ্রি. তারিখ পূর্বাহ্ন হতে পরবর্তী এক বছরের জন্য নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট” এর দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

উল্লেখ্য, নবনিযুক্ত প্রভোস্ট ড. তানভীর ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ থেকে ২০০৮ সালে স্নাতক ও ২০০৯ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে ২০১১ সালের জুলাইয়ে তিনি যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগে প্রভাষক হিসাবে যোগদান করেন। তিনি জাপানের কুমামতো বিশ্ববিদ্যালয় থেকে ২০১৮ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এরপর ২০১৯ সালের জুলাই মাস থেকে তিনি যবিপ্রবির নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পান। ২০২০ সালে করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে সক্রিয়ভাবে করোনা পরীক্ষণ দলের সাথে কাজ করছেন। করোনা বিষয়ক কয়েকটি গবেষণা স্বনামধন্য আন্তর্জাতিক গবেষণা প্রবন্ধে প্রকাশিত হয়েছে। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তেলিযানা গ্রামের কৃতি সন্তান।