Print

Rupantor Protidin

খুবিকে হারিয়ে সেমিফাইনালে ইবি

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১০, ২০২৪ , ৫:১২ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৪, ৫:১২ অপরাহ্ণ

Sheikh Kiron

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর কোয়ার্টার ফাইনালে জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করলো ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। এদিন শ্বাসরুদ্ধকর ম্যাচে খুলনা বিশ্ববিদ্যালয়কে ৪ উইকেটে হারিয়েছে ইবি।

শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইসলামী বিশ্ববিদ্যালয়। শুরুতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে খুবি। নির্ধারিত ২০ ওভারে ১১৫ রান তুলতে সক্ষম হয় খুলনা বিশ্ববিদ্যালয়। এসময় দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন স্বাধীন। ইবির হয়ে ৩টি উইকেট নেয় শামীম এবং ২টি উইকেট নেয় সাজিদ।

বিপরীতে ১১৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে শুরুতেই ধুকতে থাকে ইসলামী বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে ফয়সালের ২৮ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংসে ৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় ইসলামী বিশ্ববিদ্যালয়। এসময় দলের হয়ে ১৮ রান করেন আশিক, নূর ১৫ এবং প্রান্ত করেন ১৪ রান।

কোয়ার্টার ফাইনাল জয়ের ফলে আগামীকাল সেমিফাইনাল খেলতে নামবে ইবি। প্রতিপক্ষ চূড়ান্ত হবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ শেষে।