Print

Rupantor Protidin

যশোর রামনগর ইউনিয়নে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৯, ২০২৪ , ৯:৪২ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৪, ৯:৪২ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উক্ত ইউনিয়নে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জহিরুদ্দিন সর্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার উপদেষ্টা মেহেদী হাসান মিন্টু।

সম্মেলনে তাছির আলী খাঁ‘কে সভাপতি ও মাসুদ পারভেজ সুমন‘কে সাধারন সম্পাদক করে ইউনিয়নে ৩৭ সদস্যের কমিটি অনুমোদন প্রদান করা হয়।

ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফিরোজ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল হোসেন খান।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপ প্রচার প্রকাশনা সম্পাদক লুৎফুল কবির বিজু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জেলা শাখার সাধারণ সম্পাদক মীর আজাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইনসার আলি, সোহেল আরফান, মঈন উদ্দিন, আব্দুস সোবহান, এ্যাড. সোহরাব হোসেন, আক্তারুজ্জামান টিটো, সাহেব আলী, তরু বিশ্বাস, আব্দুল গণী, মিজানুর রহমান, আব্দুল আলিম আব্দুল জব্বার, সাবেক মহিলা মেম্বার হাসিনা বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ।