Print

Rupantor Protidin

ফরিদ চৌধুরী‘র

কচুয়া ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৮, ২০২৪ , ১০:১৭ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৪, ১০:১৯ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর সদরের কচুয়া ইউনিয়নের কচুয়া গ্রামে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের ২ নং ওয়ার্ডে কম্বল বিতরণ করেন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।

সংরক্ষিত মহিলা ইউপি সদস্য বেবি সুলতানার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন, জেলা যুলীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন মিঠু, জেলা শ্রমিক লীগের শ্রমিক কল্যাণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু, কচুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন, ইউনিয়ন যুবলীগ নেতা শরিফুল ইসলাম, আমজাদ হোসেন লাভলু, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রোকনুজ্জামান সাধারণ সম্পাদক কৃষ্ণা সাহা প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন, ইউনিয়ন যুবলীগ নেতা মেহেদী শরীফ।