বগুড়ায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের একটি আভযানিক দল। এসময় ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কক্সবাজার থেকে ইয়াবার বড় একটা চালান রংপুরের দিকে আসতেছে। এর ধারাবাহিকতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল এলাকার বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার সহ ৩ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার উখিয়া থানার উত্তর হাজিরপাড়া এলাকার মৃত আংকি মোহন বড়ুয়ার মেয়ে শারমিন বড়ুয়া (৩৭) । অপরজন রংপুর জেলার পীরগঞ্জ থানার সাহাপাড়া এলাকার শ্রী উপিন চন্দ্র পরিমল বর্মণের ছেলে শ্রী চন্দ্র বর্মণ (৩২) একই এলাকার শ্রী গিরিস চন্দ্র বর্মণের ছেলে শ্রী প্রভাত চন্দ্র বর্মণ (৪৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খান আরও জানান, আসামিদের আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।