Print

Rupantor Protidin

তালার কুমিরার অনুষ্ঠিত

জাপা নেতা সাহাজাহান আলীর স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৮, ২০২৪ , ৮:২০ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৪, ৮:২১ অপরাহ্ণ

Sheikh Kiron

তালার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সি. দলিল লেখক সাহাজাহান আলী সরদারের অকাল মৃত্যুতে স্মরণ সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে স্মরণ স্মরণ সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম নজরুল ইসলাম। কুমিরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জামাল উদ্দীন মোড়লের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা জাতীয় পার্টির সি. যুগ্ম সাধারণ সম্পাদক সেখ সিরাজুল ইসলাম, যুগ্ম আইন বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল গণি, যুগ্ম-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ শেখ, মরহুম সাহাজাহান সাহেবের ভাই অবসর প্রাপ্ত সেনা অফিসার আসাদুজ্জামান।

তালা উপজেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক প্রভাষক কামরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুরুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান, খলিশখালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, জাপা নেতা সাবেক ইউপি সদস্য আবু তালেব, আমিনুর রহমান গাজী, মাওলানা আব্দুস সালাম, জাতীয় ছাত্র সমাজ তালা উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম রাজু। মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন খাইরুল বাসার।