প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৮, ২০২৪ , ৬:৪৭ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৪, ১০:২৯ অপরাহ্ণ
“ঐতিহ্যের স্রোতে উদ্দাম যুক্তির দাঁড়” স্লোগানকে সামনে রেখে যশোর জিলা স্কুল ডিবেট ফেডারেশনের আয়োজনে উদযাপিত হয়েছে ১ম জে স্মিথ স্মৃতি বিতর্ক উৎসব। বৃহস্পতিবার সকাল ১০টায় স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ এর অধ্যক্ষ মর্জিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষা কর্মকর্তা ড. সাধন বিশ্বাস, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।
উক্ত আয়োজনের বিশেষ চমক জে স্মিথ স্মৃতি সম্মাননা পেয়েছেন জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী তরুণ সংগঠক ও ইয়াভ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা রোহিত রায়। তারুণ্যের অনুপ্রেরণাস্বরুপ এবং সামাজিক ও সাংস্কৃতিক পরিমন্ডলে বিশেষ অবদান রাখায় এ সম্মাননা প্রদান করা হয় রোহিতকে। সিনিয়র শিক্ষক জামাল উদ্দিন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নাট্য নির্দেশক আসিফ খান, আয়োজক কমিটির সভাপতি রুদ্র রায়, সহ-সভাপতি শুভজিৎ বিশ্বাস, মুশফিকুর মাঞ্জুর, তুর্জয় ঘটক সহ অন্যান্যরা।