Print

Rupantor Protidin

মশার উপদ্রপ বেড়েছে মাভাবিপ্রবি ক্যাম্পাসে 

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৭, ২০২৪ , ১০:৫৯ পূর্বাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ণ

Sheikh Kiron

সম্প্রতি মাভাবিপ্রবি ক্যাম্পাসে মাত্রাতিরিক্ত হারে বেড়েই চলছে মশার উপদ্রব।প্রতিবছরের ন্যায় এবছর ও মশার উপদ্রপের অন্ত নেই।  এতে করে হলের আবাসিক শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।
মশার উপদ্রব রোধে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। কেননা মশার অত‍্যাচারে রীতিমতো অতীষ্ঠ জনজীবন। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে তাদের অত‍্যাচারের মাত্রা তীব্র হয়ে ওঠে। সন্ধ্যায় কোথাও একটু স্থির হয়ে বসা তো দূরের কথা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মশা নামক এই ক্ষুদে প্রাণীটি তার পরিবারসহ আক্রমণে নামে। শুধু সন্ধ্যা বা রাতে নয় বরং এদের উপদ্রব এতটাই বৃদ্ধি পেয়েছে যে, দিনের দুপুরেও তাদের ভোঁ ভোঁ শব্দ থেকে রেহাই নেই। মশার মাধ্যমে ডেঙ্গু চিকুনগুনিয়া ছাড়াও ম‍্যলেরিয়া, ফাইলেরিয়া, জিকা, পীতজ্বর ইত্যাদি রোগসহ নানা মারাত্মক রোগে সংক্রমিত হতে পারে। মশার উপদ্রব রোধে ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি। বিশেষ করে, হলের আবাসিক এলাকাসহ অনেক জায়গায় নোংরা পরিবেশে এডিস মশার উৎপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসবে বলে প্রত্যাশিত।
ফলে শিক্ষার্থীরা দিনেরবেলা ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষায় অংশ নিতে গিয়ে দুঃসহ যন্ত্রণার মুখে পড়ছেন। আর রাতে হলে পড়াশোনা ও ঘুমে ব্যাঘাত ঘটছে। এতে মশার কামড়ে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন।
জানা গেছে, হলের আশপাশের এলাকাসহ বিভিন্ন স্থানের ড্রেনগুলো পরিষ্কার না করা ও ময়লা-আবর্জনার স্তূপ থাকায় মশার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া প্রতি বছর শীতের শুরু থেকে বিভিন্ন সময় একাধিকবার মশক নিধন অভিযান হয়ে থাকলেও এ বছর তেমন কোনো পদক্ষেপ নেয়া হয়নি। ফলে দিনের পর দিন মশার উপদ্রব বেড়েই চলছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিবেন বলে আশাবাদ ব্যক্ত করছি। এছাড়া শিক্ষার্থীদের উচিত পানি, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা। পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা।