Print

Rupantor Protidin

মোবাইল চোরকে জিজ্ঞাসাবাদে

ঘোড়াঘাটে মিলল ৩টি চোরাই গরুর সন্ধান, গ্রেপ্তার ২

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৬, ২০২৪ , ৭:৩৮ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৪, ৭:৩৮ অপরাহ্ণ

Sheikh Kiron

দিনাজপুরের ঘোড়াঘাটে মোবাইল চোরকে জিজ্ঞাসাবাদে মিলল ৩টি চোরাই গরুর সন্ধান। গত সোমবার রাতে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের চৌরিগাছা গ্রাম থেকে চুরির সাথে জড়িত দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতভর অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া তিনটি গরু।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন ঘোড়াঘাট উপজেলার চৌরিগাছা গ্রামের দেলোয়ার হোসেন (৩২) ও অপরজন নবাবগঞ্জ উপজেলার পদুমহার এলাকার মাইদুল ইসলাম (৩৫)।

স্থানীয় মহিলা ইউপি সদস্য নার্গিস বেগম জানান, বাঁশের তৈরি টং-এ বসে গ্রামের এক দোকানে গল্প করছিলেন কয়েক জন বন্ধু। তাদের মধ্যে একজনের পাশে রাখা ছিল একটি বাটন মোবাইল। কিছু সময় পর পাশ ফিরে দেখেন মোবাইলটি আর নেই। তার কিছুক্ষণ আগে ওই এলাকায় চলাফিরা করতে দেখা যায় ছিঁচকে চোর মাইদুলকে। তাদের ধারণা সেই একাজ করেছে। তখন স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে মাইদুলকে খুঁজে পাওয়ার পর কাছে মহিলা ইউপি সদস্য নার্গিস বেগমের কাছে নিয়ে যায়।

তিনি আরও জানান, মোবাইল চুরির বিষয়ে জিজ্ঞাসা করলে মাইদুল স্বীকার করে, সে চুরি করার পর অনেক দূরে মোবাইলটি বিক্রি করেছে। কিন্তু এখন তার কাছে কোন টাকা নেই। এক জায়গা থেকে মোটা অংকের টাকা পাবে তখন সে মোবাইলটি উদ্ধার করে ফেরত দিবে। তখন এলাকার লোকজনের সন্দেহ হয়। এক ছিঁচকে চোর আবার মোটা অংকের টাকা কোথায় পাবে। তখন তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হলে সে গরু চুরির কথা স্বীকার করে। পরে পুলিশকে খবর দিলে, পুলিশ জড়িত দুই জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, গরু চুরির সাথে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের স্বীকারোক্তিতে রাতভর অভিযান চালিয়ে চুরি করা দুইটি দেশী গরু ও একটি বাছুর উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।