Print

Rupantor Protidin

ভারতে পাচারকৃত ২ বাংলাদেশি নারীকে দেড় বছর পর দেশে হস্তান্তর 

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৩, ২০২৪ , ১১:১৭ পূর্বাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ণ

Sheikh Kiron

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ২ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।গত শুক্রবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া দুই নারীকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
ফেরত আসা নারীরা হলেন, বরিশাল জেলার বাকেরগজ্ঞ উপজেলার সোহরাব হোসেনর মেয়ে আক্তার সিমা ( ২৭) ও সাতক্ষীরা জেলার সদর উপজেলার আজিজুর গাজীর মেয়ে মারুফা খাতুন (২৮)।
ইমিগ্রেশন পুলিশের কার্যক্রম শেষে ফেরত আসা বাংলাদেশি নারীর কর্মসংস্থান ও আইনী সহয়তা দিতে জাস্টিস এন্ড কেয়ার নামে এনজিও সংস্থ্যা গ্রহন করেছে।
জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রামার অফিসার এবিএম মুহিত হোসেন জানান, ভালো কাজের প্রলোভনে  সীমান্ত পথে দুই  বছর আগে দালালের মাধ্যমে সে  ভারতে গিয়েছিল। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে  আইনী সহয়তা দিয়ে আদালত থেকে ছাড়িয়ে  ভারতীয় একটি মানবাধিকার সংস্থা তাদের হেফাজতে নেয় । দীর্ঘ দেড় বছর পর  দুই দেশের সরকারের সহযোগীতায় ট্রাভেল পারমিটে তাদের দেশে ফেরার সুযোগ হয়েছে। ফেরত আসা বাংলাদেশি নারীরা যদি পাচারকারীকে সনাক্ত করে আইনী সহয়তা চাই দেওয়া হবে বলে বলে জানান নারীদের গ্রহনকারী এনজিও সংস্থ্যা।