Print

Rupantor Protidin

দেবহাটায় ১০ম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার!

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১, ২০২৪ , ৪:৫৪ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৪, ৪:৫৫ অপরাহ্ণ

Sheikh Kiron

দেবহাটায় ১০ম শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেবহাটা থানা পুলিশ ছাত্রীর ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে। নিহত ঐ শিক্ষার্থীর নাম হেমা পারভিন (১৫)। সে উপজেলার মাঝ-সখিপুর গ্রামের ইয়াকুব আলীর মেয়ে এবং সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।

নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, হেমা তার পিতার নিকট থেকে জামা কেনার জন্য মাঝে মাঝে টাকা নিয়ে তার মায়ের কাছে রেখে দিত। বৃহস্পতিবার সকালে হেমা তার মায়ের কাছে সেই টাকা থেকে ৫০ টাকা চাইলে তার মা টাকা না দিলে। সে খুব রাগারাগি করে। পরে সুযোগ বুঝে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তার মা ও পরিবারের লোকজনসহ পার্শ্ববর্তী লোকজন ঘরে ঢুকে হেমার ঝুলন্ত দেহ দেখতে পাই। তাৎক্ষণিক সকলে মিলে তাকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হেমা তার বাবা মায়ের বড় মেয়ে ছিল। তার ছোট আর একটি বোন আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাকিব হাসান বাধন হেমার মৃত্যর বিষয়টি নিশ্চিত করেছেন।

দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন লাশটি ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন।