Print

Rupantor Protidin

২ রা ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩০, ২০২৪ , ১০:১৯ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৩০, ২০২৪, ১০:১৯ অপরাহ্ণ

Sheikh Kiron

ইজতেমার প্রথম পর্বের আনুসাঙ্গিক কাজের পাশাপাশি চলছে দেশ-বিদেশ থেকে মুসল্লিদের ইজতেমায় আসার প্রস্তুতি। ইজতেমায় নিরাপত্তার নিশ্চিতের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা নানা ব্যবস্থা গ্রহণ করেছে।

এবার ছয় দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্বে মাওলানা জোবায়েরপন্থি মুসল্লিরা অংশগ্রহণ করবেন। চার দিন বিরতির পর ৯ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে। এ পর্বে অংশগ্রহণ করবেন সাদপন্থি মুসল্লিগণ।

গত রবিবার ইজতেমায় তাবলিগ জামাত সুষ্ঠু ও সুশৃঙ্খল করতে জোবায়েরপন্থি এবং সাদপন্থি দলের মুরুব্বিদের নিয়ে ইজতেমা মাঠে সর্ব শেষ সমন্বয় সভা করেছে স্থানীয় প্রশাসন। সভায় দুই গ্রুপই স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের আশ্বস্ত করেছে যে, তারা কোনো বিশৃঙ্খলা বা কোনো অপ্রীতিকর ঘটনার সঙ্গে যুক্ত হবেন না।

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করেছে। মুসল্লিদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় স্বাস্থ্য বিভাগের ছয়টি ক্যাম্প স্থাপন করা হয়েছে।