Print

Rupantor Protidin

ঝিকরগাছার পল্লীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩০, ২০২৪ , ৯:৫০ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৩০, ২০২৪, ৯:৫০ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের ঝিকরগাছার পল্লী থেকে মামুন হোসেন (২৩) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের সাদিপুর সুইসগেটের পাশে কাঠালগাছে। সে পার্শ্ববর্তী সোনাকুড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও বল্লা কোলনীপাড়ার বাসিন্দা আজহারুল ইসলামের শ্যালক।

জানাগেছে, এদিন দুপুরে পথচারিরা চলাচলের সময় কাঁঠালগাছের মগডালে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করে। এসময় প্রতিবেশিরা এগিয়ে এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শিওরদাহ ফাড়ি পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে এদিন সকালে পারিবারিক কলহের জেরে স্ত্রী শশুরবাড়িতে চলে যায়। ফলে অভিমান করে এক কণ্যা সন্তানের জনক মামুন হোসেন গলাই দড়ি দিয়ে আত্মহত্যা করতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।