Print

Rupantor Protidin

ফকিরাপুলে ফেন্সিডিলসহ যুবক গ্রেফতার

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৯, ২০২৪ , ৬:১৮ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৯, ২০২৪, ৬:১৮ অপরাহ্ণ

Sheikh Kiron

রাজধানীর মতিঝিল থানার ফকিরাপুল এলাকা থেকে ফেন্সিডিলসহ এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-মতিঝিল বিভাগের একটি টিম।

গ্রেফতারকৃতের নাম মাজহারুল ইসলাম ওরফে সোহেল। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ১০০ বোতল ফেন্সিডিল, মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়

সোমবার অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার এরশাদুর রহমানের নেতৃত্বে ফকিরাপুলের ডিআইটি এক্সটেনশন রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাজহারুলের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।