Print

Rupantor Protidin

মাগুরায় এমপি ড. বীরেন শিকদার সংবর্ধিত

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৮, ২০২৪ , ৯:১৭ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৮, ২০২৪, ৯:১৭ অপরাহ্ণ

Sheikh Kiron

মাগুরার শালিখায় মাগুরা-২ আসন থেকে ৫ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শালিখা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি  ড.শ্রী বীরেন শিকদারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৮জানুয়ারি বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্যামল কুমার দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা ২ আসন থেকে পঞ্চম বারের মত নির্বাচিত সংসদ সদস্য সাবেক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কামাল হোসেন চেয়ারম্যান শালিখা উপজেলা পরিষদ,বাসুদেব কুন্ডু সহ-সভাপতি মাগুরা  জেলা আওয়ামী লীগ, রেজাউল ইসলাম উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক শালিখা উপজেলা আওয়ামী লীগ, রিয়াজুর ইসলাম সভাপতি জেলা সেচ্ছাসেবক লীগ মাগুরা, বক্তিয়ার উদ্দিন লস্কর চেয়ারম্যান বুনাগাতী ইউনিয়ন, রামমোহন দে মন্ডল সভাপতি উপজেলা কৃষক লীগ, মুন্সি আবু হানিফ সদস্য জেলা পরিষদ মাগুরা, মুজিবুর রহমান আহবায়ক উপজেলা যুবলীগ, খুরশিদ আলম রনি সভাপতি উপজেলা সেচ্ছাসেবক লীগ, ইমদাদুল হক সভাপতি উপজেলা মৎস্যজীবি লীগ, আরজ আলী বিশ্বাস চেয়ারম্যান আড়পাড়া ইউনিয়ন, এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিকভাবে সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ ইলিয়াস শিকদার।