Print

Rupantor Protidin

কেশবপুরে স্বতন্ত্র প্রার্থী আমির হোসেনের নির্বাচনোত্তর কর্মী সভা

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৮, ২০২৪ , ৮:২৪ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৮, ২০২৪, ৮:২৪ অপরাহ্ণ

Sheikh Kiron

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এইচ এম আমির হোসেনের নির্বাচনোত্তর কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে পৌর শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ওই কর্মী সভার আয়োজন করা হয়।
কাঁচি প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এইচ এম আমির হোসেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী, অবসরপ্রাপ্ত শিক্ষক এনামুল হক কাজল, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলতাফ হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক এবং সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল।
এ ছাড়া সভায় উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ কর্মী-সমর্থকরা বক্তব্য দেন। বক্তারা নির্বাচনকালীন সময়ের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ ছাড়া আগামীতে কাউন্সিলের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের একটি শক্তিশালী কমিটি গঠনের আহ্বান জানান। কেশবপুর উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার জন্য আগামী কাউন্সিলে সভাপতি পদে আমির হোসেনকে নির্বাচিত করার বিকল্প নেই বলে জানান নেতাকর্মীরা।