Print

Rupantor Protidin

নড়াইলে ইজিভ্যানসহ দুই চোর আটক 

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২০, ২০২৪ , ৫:০৯ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২০, ২০২৪, ৫:০৯ অপরাহ্ণ

Sheikh Kiron

নড়াইলে একটি ইজিভ্যানসহ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে নড়াইল সদর উপজেলার চুনখোলা গ্রামের নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃত ওই ব্যক্তিরা হলেন, সদর উপজেলার চুনখোলা গ্রামের হবিবর মোল্যার ছেলে ফারুক মোল্যা (২৮) এবং একই গ্রামের বাবলু বিশ্বাসের ছেলে সাকিব বিশ্বাস (২০)। এ দিন দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ ডিসেম্বর ২০২৩ তারিখ রাতে নড়াইল পৌরসভার ভওয়াখালী পুরাতন বাস টার্মিনাল এলাকা থেকে তিনটি ব্যাটারিচালিত ইজিভ্যান চুরি হয়। পরে ভুক্তভোগী ইজিভ্যান চালক মাহাবুবুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে নড়াইল সদর থানায় একটি চুরির মামলা হয়।
এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এস আই) পলাশ কুমার ঘোষ এবং জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক এস আই ফিরোজ আহম্মেদ বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে পেশাদার চোর চক্রের তিন সদস্যদের তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করেন। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে সদর উপজেলার চুনখোলা গ্রামে অভিযান চালিয়ে আরও দুই চোর ফারুক মোল্যা ও সাকিব বিশ্বাসকে তাদের কাছে থাকা একটি চোরাই ইজিভ্যানসহ গ্রেফতার করে পুলিশ।
জেলা পুলিশ আরও জানায়, আটককৃত ফারুক মোল্যার নামে আটটি মামলা রয়েছে। এছাড়া আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে।