Print

Rupantor Protidin

ফাঁস দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যা

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৮, ২০২৪ , ৬:২৯ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৮, ২০২৪, ৬:২৯ অপরাহ্ণ

Sheikh Kiron

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বৃষ্টি সরকার। বুধবার রাতে সহপাঠীরা বৃষ্টিকে উদ্ধার করে নগরীর শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, সন্ধ্যার পরে দীর্ঘক্ষণ বৃষ্টির রুমের দরজা বন্ধ পেয়ে মেসের অন্যরা দরজায় ধাক্কা দিতে থাকে। কিন্তু ভিতর থেকে কোন আওয়াজ না আসায় দরজা ভেঙে ফেলেন তারা। এসময় তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। দ্রুত তাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আবদুল কাইয়ুম বলেন, খবর পেয়ে ভিসি স্যার সহ আমরা হাসপাতালে যায়। লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর মুকুল  জানান, আত্মহত্যার ঘটনা শুনেছি। তাকে কেউ প্ররোচিত করেছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে। পুলিশ সদস্যরা ঘটনাস্থল এবং হাসপাতালে গিয়েছে।পরিবার মামলা দিতে চাইলে গ্রহণ করা হবে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।