Print

Rupantor Protidin

বঙ্গবন্ধুর সমাধিতে এমপি ইয়াকুব আলীর শ্রদ্ধা

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৬, ২০২৪ , ১০:১৭ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৬, ২০২৪, ১০:১৭ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর-৫ (মণিরামপুর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য হাফেজ আলহাজ্ব এস এম ইয়াকুব আলী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি বিনম্র সম্মান প্রদর্শন করেন তিনি।

এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন। প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য। পরে তিনি বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন হাফেজ আলহাজ্ব এস এম ইয়াকুব আলী। এর আগে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত স্থানগুলো পরিদর্শন করেন। এ সময় মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, সমর্থকরা উপস্থিত ছিলেন।