Print

Rupantor Protidin

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন ১৮ জানুয়ারি 

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৬, ২০২৪ , ৮:৪৩ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৬, ২০২৪, ৮:৪৩ অপরাহ্ণ

Sheikh Kiron

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৪ এর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত রবিবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শামিমুল ইসলাম, নির্বাচন কমিশনার জান্নাতুল ফেরদৌস ও কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তফসিল ঘোষণা করা হয়।
তফসিল সূত্রে জানা যায়, আগামী বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে  আগামী ১৫ জানুয়ারি বিকেল ৪ টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৬ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি ও জমা দিতে হবে। মনোনয়ন প্রত্যাহার করা যাবে পরের দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে একইদিন বিকাল ৪ টায়। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৮ জানুয়ারি। এতে সমিতির সদস্যগণ ভোট প্রদান করতে পারবেন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত। ভোট গণনা শেষে একই দিনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
গত ১৩ জানুয়ারি ৬২তম  সাধারণ সভায় অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শামিমুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার, লোক প্রশাসন  বিভাগের সহযোগী  অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস ও ফার্মেসি বিভাগের প্রভাষক কামরুল হাসান শিখন  নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হয়।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ এর মধ্য দিয়ে  নবম কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন হবে।