Print

Rupantor Protidin

মণিরামপুরে ভূমি সংক্রান্ত সাধারণ জ্ঞান ও বাল্য বিবাহ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৫, ২০২৪ , ৬:৪৮ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৫, ২০২৪, ৬:৪৯ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের মণিরামপুরে ভূমি সংক্রান্ত সাধারণ জ্ঞান ও বাল্য বিবাহ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজ কতৃর্পক্ষ এ কর্মশালার আয়োজন করে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদের সভাপতিত্বে ও অধ্যাপক বাবুল আকতারের সঞ্চালনায় কর্মশালায় রির্সোসর্পাসন হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী হাসান ।

এ সময় বক্তব্য রাখেন কলেজের অধ্যাপক আব্বাস উদ্দীন, শঙ্কর প্রসাদ দত্ত, বিদ্যুৎ রায়, আলাউদ্দীন, মাহমুদুল ইমরান, আল মাহমুদ প্রমূখ। কর্মশালায় কলেজের বিভিন্ন শ্রেণি ও শাখার অন্তত পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত এ কর্মশালায় পাঁচজন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়াসহ উপস্থিত সকল শিক্ষার্থীকে শান্তনা পুরস্কার দেওয়া হয়।

একাদশ শ্রেনীর ছাত্রী ঋতুপর্ণা হাজরা বলেন, মাঝে মাঝে এমন কর্মশালার আয়োজন করলে, আমাদের শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার আরো ভরে উঠবে।

কর্মশালায় বক্তারা বলেন,ভুমি সংক্রান্ত বিষয়ে অনেকেই কম জ্ঞান রাখেন। ভুমি সংক্রান্ত সাধারন জ্ঞান নারীদের জন্য বিশেষ কাজে লাগবে। বিষয়টি অনুধাবন করে ব্যতিক্রমধর্মী একটি কর্মশালা আয়োজনের জন্য কর্র্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।