Print

Rupantor Protidin

চৌগাছায় মাদ্রাসা শিক্ষকের বাড়ি হতে গরু চুরি, থানায় অভিযোগ

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৫, ২০২৪ , ৬:১৮ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৫, ২০২৪, ৬:১৮ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের চৌগাছায় কামিল মাদ্রসার শিক্ষক মাও. আলা উদ্দিনের তারিনিবাস মহল্লার বাড়িতে রবিবার দিবাগত রাতে দুঃসাহসিক  চুরি হয়েছে। বাড়ির প্রাচীর পার হয়ে চোরচক্র ওই বাড়িতে প্রবেশ করে গোয়াল ঘরে থাকা গাভী ও তার বাছুর চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া গাভী ও বাছুরের বাজার দর প্রায় দেড় লাখ টাকা বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সংশ্লিষ্ঠ থানায় অভিযোগ করেছেন।
গরু মালিক মাও. আলা উদ্দিন জানান, প্রতি দিনের মত রবিবার রাতে  গরুর খাবার দিয়ে আমরা ঘুমাতে যাই। রাত আনুমানিক দুইটা- আড়াইটার দিকে চোরচক্র বাড়িতে প্রবেশ করে গোয়াল ঘর হতে গাভী ও তার বাছুরকে নিয়ে বাড়ির পিছনের দিক দিয়ে চলে গেছে। ভোরে ঘুম থেকে উঠে দেখতে পাই গোয়াল ঘর খালি। চুরি হওয়া গাভী ও বাছুরের  দাম প্রায় দেড় লাখ টাকা। এ ঘটনায় আমি চৌগাছা থানায় অভিযোগ জানিয়েছি।