Print

Rupantor Protidin

যশোরে দেড় বছরের শিশুর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৩, ২০২৪ , ৬:৫০ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৩, ২০২৪, ৬:৫১ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের খড়কি ধোপাপাড়ায় দেড় বছর বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সৎ মায়ের বিরুদ্ধে আয়েশা নামের এ শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার  সকালে এ ঘটনা ঘটে। বেলা ১টার দিকে গুরুত্বর জখম শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত শিশুর বাবা পিন্টু ও সৎ মা পারভিনাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে। স্থানীয়রা শিশুটির সৎ মা তার মৃত্যুর পেছনে দায়ী বলে দাবি করলেও শিশুটির বাবা স্ত্রীকে নিয়ে দ্বিমত পোষণ করেছেন।

পুলিশ জানিয়েছে, নিহত শিশুর মৃত্যুটি রহস্য জনক এ ব্যাপারে তদন্ত চলছে।