Print

Rupantor Protidin

লোহাগড়ায় জমি নিয়ে বিরোধ, ভাইপোর হাতে চাচা খুন

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৩, ২০২৪ , ৫:৪৮ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৩, ২০২৪, ৫:৪৮ অপরাহ্ণ

Sheikh Kiron

নড়াইলের লোহাগড়ায় জমি নিয়ে বিরোধের জেরে ওলিয়ার মোল্যা (৬০) নামে এক কৃষক খুন হয়েছে। শনিবার সকালে দিঘলিয়া ইউয়িনের চরদিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওলিয়ার মোল্যা চরদিঘলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওলিয়ার মোল্যার সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো চাচাতো ভাই রোকনউদ্দিন মোল্যার। শনিবার সকালে বিরোধপূর্ন জমিতে চাষাবাদের জন্য যায় ওলিয়ার। জমিতে যাবার পথে রোকউদ্দিনের দুই ছেলে রবিউল ও রিয়াদ দলবল নিয়ে ওলিয়ার মোল্যার উপর আক্রমন করে। এসময় তারা কুপিয়ে ও পিটিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। নিহতের স্ত্রী আছমা বেগম অভিযোগ করেন, নিজ বাড়ি থেকে বিলে কাজের উদ্দেশ্য যাবার পথে ওৎ পেতে থাকা পঞ্চপল্লীর মাতুব্বর ফিরোজ, মফিজ, রোকন মোল্যার নেতৃত্বে রবিউল, রিয়াদ সহ অন্তত ২০/২৩ জন আমার স্বামীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।