Print

Rupantor Protidin

ভালুকায় সাবেক এমপি কাজিম উদ্দিন আহমেদ ধনুর সংবাদ সম্মেলন 

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৩, ২০২৪ , ৪:২৮ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৩, ২০২৪, ৪:২৮ অপরাহ্ণ

Sheikh Kiron

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ ভালুকা আসনে সতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল ওয়াহেদ ট্রাক প্রতিক নিয়ে জয়ের পর ট্রাকের নেতাকর্মী কর্তৃক সদ্য সাবেক হওয়া আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর সমর্থকদের বিভিন্ন অফিস ভাংচুর, বীর মুক্তিযোদ্ধাসহ নৌকার কর্মী সমর্থকদের উপর হামলা-মারধর ও ব্যবসায় প্রতিষ্ঠান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।
শনিবার সকালে নৌকার নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনটি করেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজিম উদ্দীন আহম্মেদ ধনু।
এসময় নির্বাচনে জয়ের পর প্রার্থী আব্দুল ওয়াহেদের কর্মীরা নৌকার পক্ষে নির্বাচন করা কর্মী সমর্থকদের বিভিন্ন হামলার ঘটনা তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা পারভেজ খোকন, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান খান রিপন, উপজেলা কৃষকলীগ সভাপতি আহসান হাবিব মোহন, মল্লিকবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হামিদ প্রমূখ।