Print

Rupantor Protidin

শিশু আয়াতের মুখে ভাত অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১২, ২০২৪ , ১০:২৭ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১২, ২০২৪, ১০:২৭ অপরাহ্ণ

Sheikh Kiron

সাত মাস বয়সী শিশু আয়াতের শুক্রবার ছিল মুখে ভাত অনুষ্ঠান। প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া হয়েছিল। জুমার নামাজের পর বাড়িতে মেহমানরা আসবেন, খাবেন, আনন্দ করবেন। এমনটাই কথা ছিল। কিন্তু সেই অনুষ্ঠান বিষাদে রূপ নিয়েছে। আয়াতের মুখে ভাত অনুষ্ঠানে যাদের দাওয়াত ছিলো তারা সবাই এসেছিলেন। কিন্তু খেতে নয়, আয়াতের জানাজার নামাজে অংশ নিতে। হঠাৎ শারীরিক অসুস্থতায় আয়াতের মৃত্যু হয়েছে।

এমনই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের বল্লা গ্রামে। শিশু আয়াত ওই গ্রামের শাহরিয়ার আহমেদ শুভর একমাত্র কণ্যা।

শিশু আয়াতের দাদা ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রচার সম্পাদক সুজন মাহমুদ চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে বলেন, যশোর কুইন্স হাসপাতালের চিকিৎসক ডা. মাহফুজুর রহমান আয়াতকে মৃত ঘোষণা করেছেন। কারণ হিসেবে চিকিৎসক বলেছেন আয়াত দুর্বল হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে।

তিনি জানান, শিশু আয়াতের হাম উঠেছিল। গত দুদিন ধরে বমি হচ্ছিল। গত বৃহস্পতিবার বিকালে তাকে ঝিকরগাছার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার সকালে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। হাসপাতালে নিয়ের আসার পর সেখানকার চিকিৎসক শিশু আয়াতকে খুলনায় রেফার্ড করে। তার পরিবার খুলনায় নিয়ে শহরের কুইন্স হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে আয়াত মারা যায়।

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও সেবা সংগঠনের সভাপতি আশরাফুজ্জামন বাবু ঢাকা পোস্টকে বলেন, শিশু আয়াতের মুখে ভাত অনুষ্ঠান আজ বিষাদে রুপ নিল। বাড়িভর্তি কত আয়জন চলছিল ওকে ঘিরে। সব আয়োজন মুহূর্তের মধ্যে ধূলিস্যাৎ হয়ে গেল। পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই। শুক্রবার বিকালে শিশু আয়াতের জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।