Print

Rupantor Protidin

গৃহবধূকে উত্যক্ত করায় হামলার অভিযোগে মামলা, আটক-১

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১২, ২০২৪ , ১০:১৭ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১২, ২০২৪, ১০:১৯ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি দাসপাড়ায় একজন গৃহবধূকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ওই পরিবারের ওপর হামলার অভিযোগে পাঁচজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

মামলার আসামিরা হলেন, ওই গ্রামের বিশ্বনাথ দাস, তপন দাস, রাম দাস, অসীম এবং কৃষ্ণ। পুলিশ অসীম দাসকে আটক করেছে।

বাদী এজাহারে উল্লেখ করেছেন, আসামি বিশ্বনাথ দাস তার নাতীছেলের স্ত্রীকে বিভিন্ন সময় আজেবাজে কথা বলেন। তার সাথে প্রেম করতে চান। তার প্রস্তাবে সাড়া না পেয়ে ওই বধূকে ক্ষতির ষড়যন্ত্র করতে থাকেন। গত ১০ জানুয়ারি বিকেল ৫টার দিকে আসামিরা একযোগে বাদীর বাড়িতে প্রবেশ করে তার নাতিছেলেকে বেধড়ক মারপিট করেন। ঘটনার সময় তিনি ছুটে গেলে তাকেও প্রকাশ্যে হুমকি দিয়ে আসামিরা চলে যান। পরে আহতকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি থানার এসআই রোকনুজ্জামান জানান, আসামি অসীম দাসকে গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বাড়ি থেকে আটক করা হয়। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।