Print

Rupantor Protidin

ঝিনাইদহে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আহত -৩

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১২, ২০২৪ , ৯:০৭ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১২, ২০২৪, ৯:০৭ অপরাহ্ণ

Sheikh Kiron

ঝিনাইদহ সদর উপজেলার রামনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। শুক্রবার বিকেল ৫ টার দিকে কালীগঞ্জ-গান্না সড়কের রামনগর এলাকার পাল ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের রওশন আলীর ছেলে মোস্তাক হোসেন, আলমগীর হোসেনের ছেলে সাদেক হোসেন ও আব্দুল্লাহ’র ছেলে সাঈদ হোসেন। আহত তিনজনকেই যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৫ টার দিকে কালীগঞ্জ থেকে নীল রঙ্গের এ্যাপাসি মোটরসাইকেলে দ্রুত গতিতে গান্না বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রামনগর এলাকার পাল ব্রিকসের সামনে পৌঁছালে হঠাৎ ইটভাটার ট্রলি সামনে চলে আসে। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় তিনজনই গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক কৌশিক সাজিদ জানান, বিকালে গুরুত্বর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে যশোরে রেফার্ড করা হয়েছে।