Print

Rupantor Protidin

পাইকগাছায় মানুষের ভালোবাসায় সিক্ত হলেন নবনির্বাচিত এমপি- রশীদুজ্জামান

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৯, ২০২৪ , ৮:৩৪ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৯, ২০২৪, ৮:৪০ অপরাহ্ণ

Sheikh Kiron

পাইকগাছায় সর্বস্তরের দলীয় নেতা-কর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ভালোবাসায় সিক্ত হলেন খুলনা-৬ আসনে নৌকা মার্কার নবনির্বাচিত সংসদ সদস্য রশীদুজ্জামান। মঙ্গলবার সকাল সংসদ সদস্যের বাসভবনের বালুর মাঠে পাইকগাছা-কয়রার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে তৃনমুল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের  পক্ষ থেকে রশীদুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. লতিফুল ইসলাম, উপ-পরিচালক কামরুল ইসলাম, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান, পাইকগাছার ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, কয়রার ডিজিএম শাহীন রেজা, এজিএম রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, কয়রার মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সানা, অধ্যক্ষ রাজীব বাছাড়, জেলা মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শিউলী বিশ্বাস, কয়রা মহিলা আ’লীগের সভাপতি নিলিমা চক্রবর্তী, আমাদী ৬ নং ওয়ার্ড আ’ লীগের সভাপতি সাবেক মেম্বর প্রশান্ত কুমার বাইন, আ’ লীগনেতা আব্দুর রশিদ, প্রভাষক সুকুমার বাছাড়, শিক্ষক পুরব কান্তি, কার্তিক মন্ডল, সাবেক মেম্বর তোফাজ্জল হোসেন, কবির হোসেন,শিক্ষক পবিত্র বৈরাগী, তপন বাইন, ছাত্রলীগ নেতা  স্বাক্ষর বাছাড়, মিথুন বাইন, চিন্ময় সরদার, অনিমেশ বাইন, সুনিল সানা, প্রতিষ রমেশ সরদার, আনিস রহমানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।