Print

Rupantor Protidin

মনিরামপুরে সাংবাদিকের চোখ তুলে নেওয়ার হুমকি, যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৯, ২০২৪ , ৬:৫০ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৯, ২০২৪, ৬:৫০ অপরাহ্ণ

Sheikh Kiron

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দৈনিক আজকের পত্রিকার মনিরামপুর প্রতিনিধি আনোয়ার হোসেনের চোখ তুলে নেয়ার হুমকি দিয়েছেন পৌর যুবলীগের সভাপতি এস এম লুৎফর রহমান। গত সোমবার রাত আটটারদিকে মোবাইল ফোনে হুমকি দেন তিনি। পরপরই এ অডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লুৎফর রহমানের বাড়ি মনিরামপুরের দূর্গাপুর গ্রামে।

তিনি নিজেকে মনিরামপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দাবি করেন। পেশায় সাংবাদিক আনোয়ার হোসেন জানান, গত সোমবার বিকালে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, “লিখতে পড়তে না জানা লোকও প্রেসক্লাবের সভাপতি হয়, এটা মনিরামপুরে না দেখলে বিশ্বাস করতাম না”। এরপর পৌর যুবলীগের সভাপতি এস এম লুৎফর রহমান তাকে মোবাইল ফোনে চোখ তুলে নেয়াসহ নানা হুমকি দেন। মঙ্গলবার আনোয়ার হোসেন এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিবেন বলে জানিয়েছেন এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নেটিজেনরা বিরুপ মন্তব্য করেছেন।

এদিকে মঙ্গলবার দুপুরে আনোয়ার হোসেন মনিরামপুর থানায় লুৎফর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। মনিরামপুর থানার ওসি এবি এম মেহেদী মাসুদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। আমরা এ বিষয়ে কাজ শুরু করেছি। কয়েক মাস আগে এই লুৎফর রহমানের ছোট ভাই মিজানুর রহমান মনিরামপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে লাঞ্চিত করেছিলেন। তখন শিক্ষিকার করা মামলায় মিজানুর রহমান গ্রেফতার হয়ে জেল খেটেছিলেন। মিজানুর পৌরসভার ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। মিজানুর রহমান পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। শিক্ষিকাকে মারপিটের ঘটনায় গ্রেফতারের পর তিনি দল থেকে বহিষ্কার হয়েছিলেন।