Print

Rupantor Protidin

মেহেরপুরে ৪ নৌকা সমর্থকের ভিন্ন মেয়াদে জেল 

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৭, ২০২৪ , ১:৩৭ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৭, ২০২৪, ১:৩৭ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

মে‌হেরপুর সদর উপ‌জেলার কলাইডাঙ্গা সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় কে‌ন্দ্রে ভোটারদের বাধা প্রদান ও বি‌রোধী প‌ক্ষের কর্মীর উপর হামলা করায় নৌকা প্রার্থীর তিন সমর্থক‌কে ৭‌দিন ক‌রে অপর এক কে‌ন্দ্রে একজ‌নের দুই মা‌সের জেল দি‌য়ে‌ছেন ভ্রাম‌্যমাণ আদালত।

আজ র‌বিবার নির্বাচ‌নে দা‌য়িত্বপ্রাপ্ত নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট আ‌বির হো‌সেন এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হ‌লেন কলাইডাঙ্গা গ্রা‌মের নজরুল ইসলাম, নিয়ামত আলী, ইউনুস আলী।

জানা গে‌ছে, নৌকার কর্মী সমর্থকরা সকাল থে‌কে ভোটার‌দের ভোট‌কে‌ন্দ্রে যে‌তে বাধা দি‌চ্ছিল। এক পর্যা‌য়ে বারা‌দি ইউ‌নিয়‌নের প‌্যা‌নেল চেয়ারম‌্যান প্রতিবাদ কর‌লে অ‌ভিযুক্তরা তার উপর হামলা চালি‌য়ে তা‌কে জখম ক‌রে। তাৎক্ষ‌নিক নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেটের টিম ওই কে‌ন্দ্রে ভ্রাম‌্যমাণ আদালত ব‌সি‌য়ে অ‌ভিযুক্ত‌দের ৭ দিন ক‌রে জেল দেন।

অপর‌দি‌কে, একই উপ‌জেলার কাঠাল‌পোতা সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় কে‌ন্দ্রেনৌকা প্রার্থীর এক কর্মীর দুই মা‌সের জেল দি‌য়ে‌ছে ভ্রাম‌্যমাণ আদালত।