টিকটকে পরিচয়, অবশেষে বিবাহিত বান্ধবীর প্রেমের টানে সাতক্ষীরায় ছুটে এসেছে সিলেটের এক তরুণী। গত বুধবার রাতে সিলেট থেকে ওই তরুণী সাতক্ষীরার কলরোয়ায় নববিবাহিত তরুণীর বাড়িতে অবস্থান নেয়। তাদের বিয়ের ব্যবস্থা না করলে আত্মহত্যার হুমকি দিচ্ছেন তরুণী।
গত বুধবার রাতে সাতক্ষীরা কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা জামালের মোড় এলাকায় আনিসুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে ওই দুই তরুণীকে কলারোয়া থানায় পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়।
স্থানীয়রা জানায়, সিলেট থেকে কলারোয়ায় এসে রুবিনা খাতুন (২৫) নামের এক গৃহবধূকে বিয়ে করে ঢাকায় নিয়ে যেতে চায় সিলেট গোয়াইনঘাট এলাকার মহিমা খাতুন (২৩) নামের এক অবিবাহিত তরুণী। বিষয়টি জানাজানি হওয়ার পর তাদের বাড়িতে ভিড় জমেছে গ্রামবাসীর।
মহিমা খাতুন (২৩) সিলেট গোয়াইনঘাট এলাকার মুনছুর আলীর মেয়ে। রুবিনা খাতুন (২৫) সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা জামালের এলাকার আনিসুর রহমানের মেয়ে ও কলারোয়া পৌর সদরের তুলসীডাঙ্গা গ্রামের আরমান হোসেনের স্ত্রী।