প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২, ২০২৪ , ৭:৪০ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২, ২০২৪, ৭:৪০ অপরাহ্ণ
পাইকগাছা-কয়রার নৌকার মনোনীত প্রার্থী রশীদুজ্জামানকে বিজয়ী করতে আগামীকাল বুধবার পাইকগাছা ও কয়রায় জনসভায় যোগ দিবেন শেখ সোহেল। ৭ জানুয়ারী দ্বাদ্শ জাতীয় সংসদ নির্বাচন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী রশীদুজ্জামান এর পক্ষে আগামী ৩ জানুয়ারী বুধবার সকালে কয়রা ও বিকালে পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। দুটি নির্বাচনী জনসভায় যোগ দেবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, দক্ষিণ বঙ্গের আওয়ামী রাজনীতির অভিভাবক শেখ হেলাল উদ্দীন-এমপি’র ভাই যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দীন সোহেল। জানাগেছে, কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ নির্বাচনী জনসভায় যোগদান করবেন।
জনসভা উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সর্বত্র সভা-সমাবেশ ও মাইকিং সহ প্রচার -প্রচরনা চালানো হচ্ছে। নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। ইতিমধ্যে জনসভা সফল করতে আওয়ামীলীগের উদ্যোগে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।