‘সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঝিনাইদহে পালিত হলো জাতীয় সমাজসেবা দিবস ২০২৪। মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা সমাজসেবা কার্যালয়ে দিবসটি পালিত হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল লতিফ শেখ’এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালিদ হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মমিনুর রহমান, শহর সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন, প্রবেশন অফিসার মাসুদুর রহমান, রেজিস্ট্রেশন অফিসার তসলিমা আরিফ বিশ্বাসসহ এনজিও কর্মী, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সমাজসেবা থেকে ভাতাভোগীরা উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, কাউকে পিছনে ফেলে নয় , সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী এবং অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সমাজসেবা অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজসেবা অধিদপ্তর সুদমুক্ত ক্ষুদ্রঋণ এবং শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে সমাজের মূল স্রোতধারায় আনার জন্য চেষ্টা করছে।
এ সময় ভাতাভোগী, সুবিধাভোগী ও প্রতিবন্ধীদরে মাঝে হুইলচেয়ারসহ বিভিন্ন সরকারী উপকরণ বিতরণ করা হয়।