Print

Rupantor Protidin

আমি শুধু আমার পরিবার নয় এলাকার সবাইকে নিয়ে সুখে দিন কাটাতে চাই-মাশরাফি

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৩১, ২০২৩ , ৬:২৫ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৩, ৬:২৫ অপরাহ্ণ

Sheikh Kiron

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজা বলেছেন, “আমার যা আছে তাই দিয়ে আমি আরামে দিন কাটাতে পারি কিন্ত আমি আমার পরিবার নিয়ে সুখে দিন কাটাতে চাই না,আমি মনে করি এলাকার খেটে খাওয়া মানুষের জন্য আমার দ্বায়বদ্ধতা আছে। কারো মিষ্টি কথায় আপনার ভুল করবেন না,তাহলে এইসব ছেলেমেয়েদের ভবিষৎ নষ্ট হয়ে যাবে,নড়াইল ৫০ বছর পিছিয়ে যাবে।”

রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাঁর নির্বাচনী এলাকা লোহাগড়া উপজেলার মল্লিকপুরের পার-মল্লিকপুর প্রাথমিক বিদ্যালয় চত্তর,পাচুড়িয়া চৌরাস্তা, চর মল্লিকপুর, মহিষাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বর, করফা আতোষ পাড়া, মঙ্গলহাটা ও ইতনা, মুচিরপুল এলাকায় এলাকায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য ও গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, “আমি এখানে ভেসে আসিনি, রাজনীতি থেকে আমার কিছু পাওয়ার ও নেই আমি আমার সর্বস্ব দিয়ে কেবলমাত্র আপনার সন্তানের ভবিষ্যত গড়তে নিজের আরামের জীবন ত্যাগ করে এত কষ্ট করছি।” মধুমতি নদীভাঙ্গন কবলিত এলাকা যেয়ে তিনি আরও বলেন, ‘‘এই এলাকায় যে নদীভাঙ্গন হয় সেটাই মন্ত্রনালয় জানে না,এখানে ২৭ টি ভাঙ্গল কবলিত এলাকা আছে। ৫০ বছরের সমস্যা আমার ঘাড়ে এসে পড়েছে। আমি মন্ত্রনালয়ের দ্বারে দ্বারে ঘুরেছি,অনেকটা ভিক্ষার মতো করে প্রকল্প চেয়ে এনছি। আরো অনেক কাজ বাকি। ৭ তারিখ আমাকে দেন আমি ৮ তারিখ থেকে আপনাদের সব দেবো।” মাশরাফির সঙ্গে পথসভায় ও গণসংযোগকালে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল হান্নান রুনু,উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমীন ইতি, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি একেএম ফয়জুল হক রোম সহ জেলা-উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।