Print

Rupantor Protidin

মহম্মদপুরে আপন দুই ভাইকে গলাকেটে হত্যা

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৩১, ২০২৩ , ৫:৪৪ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৩, ৫:৪৪ অপরাহ্ণ

Sheikh Kiron

মাগুরার মহম্মদপুরে আপন দুই ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন সবুজ (৩২) ও হৃদয় (১৭)।  উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।  সবুজ ও হৃদয় পানিঘাটা গ্রামের মনজুর মোল্যার ছেলে। রবিবার সকালে পানিঘাটা গ্রামের কালামশে মাঠ থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পুলিশ এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
স্থানীয় জানান, রবিবার সকালে কালামশে মাঠে কাজ করতে গেলে সবুজ ও হৃদয়ের গলাকাটা লাশ দেখে চিৎকার করে। পরে স্থানীয় লোকজন তাদের চিৎকার শুনে দ্রুত এগিয়ে যায় এবং পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে।
নিহতদের স্বজনদের দাবি, সবুজ এবং হৃদয়কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওদেরকে পরিকল্পিত ভাবে ডেকে নিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে। তারা এ হত্যাকান্ডের বিচার দাবি করেন।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উল ইসলাম জানান, পুলিশ খবর পেয়েই তাদের লাশ উদ্ধার করেছে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।  এই হত্যা কান্ডের সাথে জড়িত তাদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে।