Print

Rupantor Protidin

নৌকা ছাড়া আওয়ামী লীগের কোন মার্কা নেই, কোন প্রার্থীও নেই- কাজী নাবিল

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৩০, ২০২৩ , ৯:৩৩ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৩, ৯:৩৩ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর থেকে জামায়াত-বিএনপির নাশকতামূলক কর্মকান্ড চিরতরে রুখে দিতে নৌকা মার্কায় ভোট চাইলেন সদর আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। শনিবার সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনি প্রধান অতিথির বক্তব্যে সবাইকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান করেন।

কাজী নাবিল আহমেদ বলেন, ‘বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে চাই। তাই নির্বাচন সম্পর্কে তারা কুকথা রটাচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হবে। আপনারা সবাই ভোট কেন্দ্রে উপস্থিত হবেন। দেশ ও জাতির স্বার্থে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাবেন। সবাই মনে রাখবেন একমাত্র শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ। দেশের দুর্দিনে নৌকা মার্কা ছাড়া অন্য কোন মার্কা উপকারে আসবে না। আওয়ামী লীগের মার্কা নৌকা, বঙ্গবন্ধুর মার্কা নৌকা, শেখ হাসিনার মার্কা নৌকা, স্বাধীনতার মার্কা নৌকা। আপনার সবাই সেই নৌকা মার্কা ভোট দেবেন। নৌকা ছাড়া আওয়ামী লীগের কোন মার্কা নেই, কোন প্রার্থীও নেই।

পথসভায় ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেনের সভাপতিত্বে ও সদর উপজেলা যুবলীগের সদস্য বিএম টিপু সুলতানের সঞ্চলনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আলেয়া আফরোজ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মীর জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, সদর উপজেলা পরিষদেও চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল ও জেলা মহিলালীগের সভাপতি লাইজুজ্জামান।