Print

Rupantor Protidin

চৌগাছায় বাল্য বিয়ে বন্ধ, কনে পক্ষকে দশ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৯, ২০২৩ , ১০:১৭ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৩, ১০:১৭ অপরাহ্ণ

Sheikh Kiron

চৌগাছায় একটি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। একই সাথে কনেপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে উপজেলার পাতিবিলা গ্রামে।

এলাকাবাসি সূত্রে জানাগেছে, শুক্রবার পাতিবিলা গ্রামের ওলিয়ার রহমানের নাবালিকা মেয়ে ও স্থানীয় হাজী শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সামিরা খাতুনের সাথে স্বরুপদাহ গ্রামের আমিনুর রহমানের ছেলে মারুফ হোসেনের বিয়ে হবার কথা ছিল। বিয়েকে কেন্দ্র কওে কনে বাড়ীতে চলে আনন্দ উৎসব। বরপক্ষ ও আত্মীয় স্বজনদের খাওয়ানোর জন্য রান্নাবান্নাও শেষ।

বিয়ের উদ্দেশ্যে এ দিন দুপুর আড়াইটায় একটি মাইক্রোবাসে করে হাজির হন বরপক্ষ। স্থানীয় কাজী ডেকে এনে চলে বিয়ের প্রস্তুতি। এই খবরে পুলিশ ফোর্স নিয়ে হাজির হন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস।

এ সময় তিনি বাল্য বিয়ে বন্ধ করে দেন। বাল্যবিয়ে দেয়ার প্রস্তুতির বিষয়টি প্রমানিত হওয়ায় কনের পিতা ওলিয়ার রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে বরপক্ষকে ঘটনাস্থল ত্যাগ করার নির্দেশ দিলে বরপক্ষ দ্রুত সটকে পড়ে। তবে বর মারুফ হোসেন ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যেতে সক্ষত হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেয়ের বয়স ১৫ বছর। সে দশম শ্রেণির ছাত্রী। মেয়ের পিতাকে বাল্যবিবাহ রিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক দশ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।