Print

Rupantor Protidin

ধুম-৪ নিয়ে আসছেন শাহরুখ!

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৯, ২০২৩ , ৫:০০ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৩, ৬:১০ অপরাহ্ণ

Sheikh Kiron

টানা ৪ বছর সিনেমা থেকে বিরতি নেয়ার পর চলতি বছর বড় পর্দায় ৩টি সিনেমা নিয়ে হাজির হন বলিউড বাদশায় শাহরুখ খান। তিনি বছর শুরু করেন সুপারহিট পাঠান দিয়ে, এরপর জওয়ানে করেন বাজিমাত আর সর্বশেষ ডাংকি এখনও সিনেমা হলে ঝড় তুলে যাচ্ছে।

এবার শোনা যাচ্ছে শাহরুখের নতুন সিনেমার খবর। অনেকেই বলছেন ২০২৪ এ শাহরুখ হাজির হচ্ছেন ধুম-৪ সিনেমা নিয়ে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শাহরুখের ধুম-৪ সিনেমায় অভিনয় নিয়ে চলছে জোর গুঞ্জন। শাহরুখ ভক্তরা দাবি করছেন, তাকে দেখা যাবে ধুম ৪ সিনেমাতে। বর্তমান সময়ে এক্সএ ট্রেন্ডিংয়ে আছে শাহরুখের ধুম-৪ সিনেমায় অভিনয়ের বিষয়টি।

অবশ্য অনেকে আবার বলছেন, দক্ষিণী অভিনেতা রাম চরণকে দেখা যেতে পারে ধুম-৪ সিনেমায়। তবে আরেক দলের দাবি করছে যশরাজ ফিল্মসের এই ছবিতে নাকি ইতিমধ্যে অভিনয়ে সম্মতি দিয়েছেণ শাহরুখ।

এর আগেও কয়েকবার শোনা গিয়েছে, সালমান খানকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে ধুম-৪। কিন্তু তার সত্যতা এখনও পাওয়া জায়নি। এবার দেখার বিষয় কে আসছে ধুম-৪ নিয়ে।