Print

Rupantor Protidin

নির্বাচনী প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৮, ২০২৩ , ৯:২৪ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৩, ৯:২৪ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী ঈগল প্রতীকে ভোট চেয়ে দিনব্যাপী গণসংযোগ ও পথ সভা করেছেন। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মণিরামপুর উপজেলার নেহালপুর, রজিপুর, কাচারীবাড়ি, কুমরঘাটা, কপালিয়া, কোনাখোলা, কুশখালী, দত্তকোনা, পাড়ালা এলাকায় এস এম ইয়াকুব আলী ও তার কর্মী সমর্থকরা গণসংযোগ করেন। গণসংযোগ করার সময় কর্মী সমর্থকদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে জনসভায় রূপ নেয়।

গণসংযোগ ও পথসভায় এস এম ইয়াকুব আলী বলেন, নির্ভয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ঈগল প্রতীকে ভোট দিন। ভোটারদের নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার নিয়োজিত থাকবে। ভোট দেবেন একদিন, সেবা বুঝে নেবেন বছরের ৩৬৫ দিন। আমার দরজা সবার জন্য খোলা। কোন সেবা জনগণ আমার নিকট থেকে বঞ্চিত হবেন না। আমি দীর্ঘদিন মণিরামপুরবাসীর সেবা করে যাচ্ছি, সেবাই আমার ব্রত।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা সন্দীপ ঘোষ, নেহালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন, নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক মোড়ল, আওয়ামী লীগ নেতা মহিতুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান অভিসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।