Print

Rupantor Protidin

ভোট বর্জনের আহবানে ঝিনাইদহে বিএনপি’র লিফলেট বিতরণ

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৭, ২০২৩ , ৯:০৪ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৭, ২০২৩, ৯:০৪ অপরাহ্ণ

Sheikh Kiron

এক দফা দাবি আদায়ে বিএনপি’র অসহযোগ আন্দোলনে জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহবানে ঝিনাইদহে বিএনপি লিফলেট বিতরণ করেছে। বুধবার দুপুরে জেলা বিএনপি‘র আয়োজনে সদরের পারমথুরাপুর এলাকায় সাধারন মানুষের মাঝে এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

সেসময় জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদ, যুবদলের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, শৈলকুপা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান তুর্কিসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেয়। তারা বিভিন্ন হাট বাজার, দোকানপাটে গিয়ে সাধারন ভোটার ও মানুষের অবৈধ ভোট বর্জনে আহবান জানান ও লিফলেট বিতরণ করেন।

নেতৃবৃন্দ সাধারন মানুষদের বলেন, ৭ জানুয়ারীর ডামি নির্বাচন বর্জন করতে হবে এমনকি সকলকে ভোট কেন্দ্রে নিজে না যাওয়া অন্যকে না যেতে আহবান জানান।