Print

Rupantor Protidin

ঝিকরগাছায় ১২০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৬, ২০২৩ , ১১:২২ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৬, ২০২৩, ১১:২২ অপরাহ্ণ

Sheikh Kiron

ঝিকরগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে ১২০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে।আটককৃতরা হল, বেনাপোলপোর্ট থানার ভবেরবেড় গ্রামের বখতিয়ার রহমানের ছেলে আশানুর রহমান (২৮) ও মৃত নুর হোসেনের ছেলে নাসির উদ্দীন (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, থানা এলাকায় অভিযান ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার ২৫ ডিসেম্বর সাড়ে ৪টার দিকে থানার মোড় সংলগ্ন পারবাজার নামক স্থানের যশোর-বেনাপোল মহাসড়কের উপর বেনাপোল হতে ছেড়ে আসা ঢাকা গামী লিটন ট্রাভেলস (পরিবহন) থাকা দুই যাত্রীর নিকট হতে ১২০ বোতল ফেনসিডিলসহ আটক করেন। এ বিষয়ে থানায় মামলা নং ২২, তারিখ ২৫/১২/২০২৩ইং।

থানার নবাগত অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, তাদের বিরুদ্ধে রাতে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীদ্বয়কে মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।