Print

Rupantor Protidin

যশোরে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদেও নেতাকর্মীদের মতবিনিময় করলেন এমপি নাবিল

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৫, ২০২৩ , ১১:৩০ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৩, ১১:৩০ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর-৩ আসনে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীদের মতবিনিময় করেছেন। সোমবার দুপুরে সংগঠনটির কার্যালয়ে তিনি মতবিনিময় সভা করেন।

এ সময় কাজী নাবিল আহমেদ বলেন, ‘নৌকা প্রতিক স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর প্রতিক। নৌকার মাধ্যমে বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন। আর শেখ হাসিনার নৌকা দেশবাসীকে উন্নয়ন, স্তস্তি, শান্তি ও ডিজিলাট দেশ উপহার দিয়েছেন। আগামীদিনে দেশকে নিরাপদে থাকতে সবার নৌকায় ভোট চান তিনি।

আয়োজক সংগঠনের জেলা সভাপতি সন্তোষ দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপন ঘোষালের সঞ্চলনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য যোসেফ সুধীর মন্ডল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সদর উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি তিমির ঘোষ জয় ও সাধারণ সম্পাদক অ্যাড. কিশোর সাহা।এরআগে কাজী নাবিল আহমেদ মুক্তিযোদ্ধ সংহতি পরিষদের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। সংগঠনের জেলা আহবায়ক কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান

মানিক, শহর শাখা সাধারণ সম্পাদক মনোয়ার রহিম বাদল, সদস্য কাজী মাহমুদ মুর্শিদ, শেখ ওবায়েদ আলম, শওকত
আলী, ফারিহা ইয়াসমিন মৌ, শওকত আলী ও সাহেব আলী।