Print

Rupantor Protidin

কলারোয়ায় ডিবির অভিযানে ১০২ বোতল ফেন্সিডিলসহ আটক এক

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৫, ২০২৩ , ১১:০১ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৩, ১১:০১ অপরাহ্ণ

Sheikh Kiron

সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১০২ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম আলিমুল ইসলাম (২৯)। সে কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের নাজমুল হোসেনের ছেলে।

গত রবিবার রাত ৮টার দিকে কলারোয়ার রাজপুর গ্রামের মাদরা-ফুলতলাগামী সড়কের আসামীর বাড়ির সামনের পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা জানায়, পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এর সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ এর নেতৃত্বে এসআই মিঠুন মজুমদার সঙ্গীয় ফোর্সের সহায়তায় উক্ত স্থানে অভিযান চালানো হয়।

এসময় আসামীকে ১০২ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে কলারোয়া থানার মামলা হয়েছে। মামলা নং-১৪, তারিখ- ২৪/১২/২০২৩ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) টেবিলের ১৪(গ)/৪১।