Print

Rupantor Protidin

আশাশুনি থানার নবাগত ওসির সাথে যুবলীগের মতবিনিময়

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১১, ২০২৩ , ৯:০০ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৩, ৯:০০ অপরাহ্ণ

Sheikh Kiron

আশাশুনি থানার নবাগত অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারীর সাথে মতবিনিময় করেছেন আশাশুনি উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। সোমবার সকালে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্য মহিতুর রহমানের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, আশাশুনি সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোপাল কুমার মন্ডল, শোভনালী ইউনিয়নের সভাপতি নয়ন, সম্পাদক আজমীর হোসেন, বড়দল ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন, সম্পাদক মিঠু, দরগাহপুর ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম সম্পাদক আবু হাসান, বুধহাটা ইউনিয়নের সভাপতি এজদান আলী, সম্পাদক ইদ্রিস আলী, আনুলিয়া ইউনিয়নের সভাপতি শওকাত হোসেন, সম্পাদক এটিএম গাজী, শ্রীউলা ইউনিয়নের সম্পাদক আল মামুন, কাদাকাটি ইউনিয়নের সভাপতি রিপন হোসেন, সম্পাদক মিজানুর রহমান, খাজরা ইউনিয়নের সভাপতি বিপ্লব দাশ, সম্পাদক আনারুল গাজী, প্রতাপনগর ইউনিয়নের সভাপতি আব্দুল বারেক, সম্পাদক আসাদুল ইসলাম, কুল্যা ইউনিয়নের সভাপতি আঙ্গুর হোসেন, সম্পাদক আবুল হোসেন প্রমুখ।