Print

Rupantor Protidin

কেশবপুরে প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৫, ২০২৩ , ১০:৩১ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৩, ১০:৩১ অপরাহ্ণ

Sheikh Kiron

চারুপীঠ একাডেমি কেশবপুর এর আয়োজনে তিনদিন ব্যাপী চারুকারু বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। সোমবার সকালে প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।

আল আমিন মডেল একাডেমি হলরুমে প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করেন, বাংলাদেশ বেতার খুলনার আবৃত্তি শিল্পী ও চারুপীঠ একাডেমির প্রশিক্ষক মাসুদুর রহমান।

চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে’র সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চারুপীঠ একাডেমির সহ সভাপতি শিক্ষক সাহা বৈদ্যনাথ, চিত্রশিল্পী মলয় বিশ্বাস, সুন্দর হাতের লেখা বিভাগের প্রশিক্ষক শিক্ষক শংকর প্রসাদ দাস, চারুশিল্পের প্রশিক্ষক শ্রাবণী সহা প্রমূখ। চারুকারু প্রশিক্ষণ কর্মশালায় ৮৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।