Print

Rupantor Protidin

দেবহাটায় ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৫, ২০২৩ , ১০:২৪ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৩, ১০:২৪ অপরাহ্ণ

Sheikh Kiron

দেবহাটায় ৪০ টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউশনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা রিটার্নিং অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনের উপ-সচিব রুহুল আমিন মল্লিক, জেলা নির্বাচন কর্মকর্তা আতিকুর ইসলাম জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার শাহনেওয়াজ তানভীর, দেবহাটা থানার অফিসার ইনচার্জ সেখ মাহমুদ হোসেন, উপজেলা নির্বাচন অফিসার কাজী মাহমুদ হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম।

এসময় সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন করা লক্ষে বিফিং করেন কর্মকর্তারা। এছাড়া কোন ব্যক্তি প্রভাব বিস্তার করতে চাইলে সাথে সাথে আইন প্রয়োগ সংস্থাকে অবহিত করতে হবে। কোন প্রকার ছাড় দেওয়া হবে না। নির্বাচনের স্বার্থে কোন প্রকার অন্যায় মেনে নেওয়া হবে না। এছাড়া ভোটের দিন সকালে ব্যালেট পেপার কেন্দ্রে পৌঁছাবে সুতরাং রাতে কোন টেনশনের কারণ নেই। ভোট শেষ হবে সাথে সাথে কেন্দ্রের কাজ শেষ করে উপজেলায় ফিরে আসতে হবে।