Print

Rupantor Protidin

চৌগাছায় ওয়ালটনের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা কর্মসূচি পালন

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১১, ২০২৩ , ৮:৫৫ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৩, ৮:৫৫ অপরাহ্ণ

Sheikh Kiron

’সতর্ক হোন নিরাপদ থাকুন’ এই স্লোগানকে সামনে রেখে যশোরের চৌগাছায় ডেঙ্গু নিয়ে সচেতনা মুলক কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চৌগাছা ওয়ালটন প্লাজা শাখার উদ্যোগে উপজেলার পাতিবিলা হাজী শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মসুচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ওয়ালটন প্লাজার চৌগাছা শাখার ব্যবস্থাপক জাহিদুল ইসলাম, সংশ্লিষ্ঠ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ওয়ালিউর রহমান, সিনিয়র শিক্ষক তারিকুল ইসলাম, চিন্ময় মজুমদার, মঈনউদ্দিন, আব্দুল হাকিম, লক্ষী নারায়ন ঘোষসহ সকল শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ডেঙ্গু নিয়ে আতংক নয়, সচেতনতা বৃদ্ধি একান্ত কাম্য।

ডেঙ্গু ভাইরাসের বাহক মশার বংশ বিস্তার নির্মুলে সকলকে সকর্ত অবস্থানে থাকতে হবে। বাড়ির আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।, কোন ভাবেই দিনের পর দিন পানি জমে থাকতে দেয়া যাবে না। সতর্কতার সাথে ওষুধ স্প্রে করতে হবে নিয়ন্ত্রন করতে হবে ডেঙ্গুর বিস্তার। এ সময় সকলকে সতর্ক এবং নিরাপদে বসবাসের পরামর্শ দেওয়া হয়।