Print

Rupantor Protidin

যশোরে প্রজাপতি স্কুলের প্রি-স্কুলিং ওপেনিং সিরোমনি অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৪, ২০২৩ , ১০:২৩ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৩, ১০:২৩ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরে শিশুদের স্বর্গ প্রজাপতি স্কুলের প্রি-স্কুলিং ওপেনিং সিরোমনি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে স্কুল প্রাঙ্গনে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ সুচনা করেন, স্কুলের সভাপতি ও যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মুসলিম একাডেমি স্কুলের প্রধান শিক্ষক পল্লব কান্তি ঘোষ, মুসলিম একাডেমি স্কুলের সহকারী প্রধান শিক্ষক তপন কুমার তরফদার, মুসলিম একাডেমি স্কুলের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক রাজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রজাপতি স্কুল যশোরের পরিচালক আক্তারুজ্জামান সোহাগ।